হেলথ ডেস্ক, ১০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাস সংক্রামণ রোধে কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সেই সঙ্গে এই জেলা থেকে প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়। শুক্রবার দুপুর আড়াইটায় কুমিল্লা জেলা লকডাউন ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক আবুল ফজল মীর।
তিনি জানান, করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধ জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লাকে লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌ পথে অন্য কোনো জেলা থেকে কেউ কুমিল্লায় প্রবেশ করতে পারবেন না। সেই সঙ্গে অন্য জেলায়ও কেউ যেতে পারবেন না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সব সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে।
উল্লেখ্য, এই পর্যন্ত ঢাকায় করোনা আক্রান্ত হয়ে কুমিল্লার দুই উপজেলায় তিনজন আক্রান্ত হয়েছেন। লকডাউন করা হয়েছে একাধিক বাড়ি। এছাড়াও কুমিল্লার দুই ব্যক্তি ঢাকায় অবস্থানরত অবস্থায় মারা গেছেন।
Leave a Reply