ঢাকা, ২৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কুষ্টিয়া কয়েকদিন ধরে কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় ছেলেধরা গুজব ছড়িয়ে মারপিট করার অভিযোগে ৩৪ জনকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়ার দৌলতপুরে ছেলেধরা সন্দেহে হাসিনা বেগম (৬০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণপিটুনি দিয়ে আহত করার ঘটনায় ২০ জন আটক হয়েছে। এদিকে কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় ছেলেধরা গুজব ছড়ানোরা দায়ে সকালে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ৬ জন মিরপুর থানা ৮ জনকে আটক করেছে ।
দৌলতপুর থানার ওসি আজম খান জানান, গতকাল সোমবার সকালে মানসিক ভারসাম্যহীন এক নারী বাড়ি থেকে বের হয়ে শিতলাইপাড়া গ্রামে গেলে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে আহত করলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলে গতরাতে শিতলাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে গণপিটুনির সাথে জড়িত ২০জনকে আটক করা হয়েছে।
এদিকে কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, গত কয়েকদিনে কুষ্টিয়া শহরের বটতলা, হরিপুর, ছয় রাস্তার মোড়, আলফা মোড়সহ কয়েকটি জায়গায় ও ছেলেধরা গুজব ছড়িয়ে মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনা গুলোর যাচাই বাছাই করে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। এই ঘটনার দায়ে সদর এবং মিরপুর দুই থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply