হেলথ ডেস্ক, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): সরকারি হটলাইন ‘৩৩৩’ নম্বরে ফোন করে ত্রাণ সহায়তা চাওয়ায় শহিদুল ইসলাম নামে এক কৃষককে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এর আগে ১৫ এপ্রিল ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম।
জানা গেছে, লালপুরের ৯ নং অর্জুনপুর বরমহাটি (এবি) ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়েন। গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরে গত ১০ এপ্রিল সরকারি হটলাইন নম্বর ‘৩৩৩’-তে ফোন করে খাদ্য সহায়তা চান।
এর দুই দিন পর (১২ এপ্রিল) স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার চৌকিদার দিয়ে তাকে ডেকে এনে মারধর করেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, বড়াইগ্রাল-লালপুর সার্কেল হারুন অর রশিদ, সদর সার্কেল আবুল হাসনাতসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply