ইন্টারন্যাশনাল ডেস্ক, ০১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর কৃষকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে মোদি সরকার। ধীর গতির অর্থনীতি নয়া সরকারের জন্য বিশেষ চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম বলছে, পাকিস্তান এবং চীনের সঙ্গে উত্তেজনা নিরসনের বেলায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। একইভাবে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ এবং কাশ্মীর ইস্যুতে সিদ্ধান্ত নিতে বেগ পেতে হবে প্রথমবারের মতো মন্ত্রিসভায় জায়গা পাওয়া বিজেপির শীর্ষ নেতা অমিত শাহকে।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব নেয়ার পর থেকেই কৃষকদের বিক্ষোভে বার বার কেঁপে উঠেছে দেশটির রাজপথ। বিরোধীদের দাবি, মোদি সরকারের প্রথম মেয়াদে আত্মহত্যা করে অন্তত তিন হাজার কৃষক।
এ প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই কৃষকদের জন্য বিশেষ আর্থিক সুবিধা ঘোষণা করলেন দেশটির নতুন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং। শুক্রবার (৩১ মে) মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, নতুন করে আরও আড়াই কোটি কৃষককে সুবিধার আওতায় আনা হবে।
ভারতের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং বলেন, আমার প্রধান কাজই হবে কৃষকদের যাবতীয় সমস্যা খুঁজে বের করে তা সমাধানের চেষ্টা করা। এ অবস্থায় প্রাথমিকভাবে সহায়তা দেওয়ার জন্য নতুন করে কৃষকের সংখ্যা বাড়ানো হয়েছে। পরবর্তীতে তাদের সমস্যা স্থায়ী সমাধানের জন্য কাজ করা হবে।
এদিকে পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্কের টানাপড়েন নিয়ে নতুন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে ধারণা করছে ভারতীয় গণমাধ্যমগুলো। পাকিস্তান ইস্যুতে নীতি পরিবর্তন হবে না বলেই ধারণা করা হচ্ছে।
অন্যদিকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ এবং কাশ্মীর ইস্যুতে সিদ্ধান্ত নিতে বেগ পেতে হবে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সন্ত্রাসবাদ মোকাবিলায় বল প্রয়োগের পাশাপাশি, কাশ্মীর ইস্যুতে রাজনৈতিক সমাধানের দিকে তিনি মনোযোগী হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ভারতে শেয়ার বাজারে চাঙ্গাভাব দেখা দিলেও দেশের সামগ্রিক অর্থনীতির গতি ক্রমেই শ্লথ হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এক্ষেত্রে নতুন অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ ব্যাংক ঋণের সুদ কমানো এবং কিছু ক্ষেত্রে কর কমাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply