ঢাকা, ১০ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ ১০ জুন সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কোন সাজাপ্রাপ্ত আসামির শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দশ বছরের সাজাপ্রাপ্ত তারেক রহমানের শাস্তি একদিন কার্যকর হবেই। সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলার এখতিয়ার মির্জা ফখরুলের নেই।
তিনি আরো বলেন, আইনগতভাবে বাংলাদেশের আদালত স্বাধীন। আদালত যদি কারো বিরুদ্ধে দণ্ড দেয় সে যদি সরকার দলীয় এমপিও হয় তার বিরুদ্ধে শাস্তি কার্যকর করা হচ্ছে সরকারের দায়িত্ব। তারেক রহমানের শাস্তি অবশ্যই কার্যকর হবে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির রাজনৈতিক দৈন্যদশা এই পর্যায়ে গেছে যে একজন শাস্তি প্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এটা বিএনপির জন্য লজ্জাকর।
Leave a Reply