স্পোর্টস ডেস্ক, ২২ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): প্রায় দুই সপ্তাহ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১২ জুলাই মৃত্যুর কাছে হার মানা সিনিয়র ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়ার মরদেহ আজ (২২ জুলাই) দেশে আনা হয়েছে। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অজয় বড়ুয়াকে বহনকারী বিমান। পরে তাকে নেয়া হয় তার দীর্ঘ পাঁচ দশকের কর্মস্থল দৈনিক সংবাদের কার্যালয়ে।
সেখান থেকে জাতয়ি প্রেসক্লাব হয়ে দুপুর ৩টার দিকে বঙ্গবন্ধু জাতয়ি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানে দেশের ক্রীড়াঙ্গণের বিশিষ্টজনেরা তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানান।
এসময় দেশের ক্রীড়া সাংবাদিকতায় তার অবদানের কথা তুলে ধরেন তারা।
Leave a Reply