১০ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): খুলনা রেলওয়ে থানায় তিন সন্তানের জননী (৩০)কে গণধর্ষণের ঘটনায় সাবেক ওসি ওসমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতিত ওই গৃহবধূ বাদী হয়ে শুক্রবার রাতে রেলওয়ে থানায় মামলাটি করেন। রেলওয়ে পুলিশের তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ বলেন, ওই গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আদালতের নির্দেশে সাবেক ওসি ওসমান গণি পাঠানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি। জিজ্ঞাসাবাদের পরেই আদালতের নির্দেশে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যে দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি ওসমান গণি পাঠান ও এসআই নাজমুল হককে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ আগস্ট যশোর থেকে ট্রেনে খুলনায় আসার পথে তিন সন্তানের জননীকে আটক করে খুলনা রেলওয়ে থানা পুলিশ। ওই নারীর অভিযোগ, মোবাইল ফোন চুরির অভিযোগ দিয়ে তাকে আটক করা হয়। ওইদিন রাতে থানা হাজতে ওসিসহ ৫ পুলিশ সদস্য তাকে মারধর ও ধর্ষণ করে। পরদিন তাকে ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
৪ আগস্ট ওই গৃহবধূ খুলনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে তাকে মারধর ও গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply