স্পোর্টস ডেস্ক, ০৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সম্প্রতি অ্যাশেজ সিরিজের মাধ্যমে টেস্ট ক্রিকেটে নতুন নিয়ম চালু হয়েছে। টেস্টে এখন খেলোয়াড়দের জার্সিতে খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর লেখা থাকে। আগে এমনটি ছিল না। নতুন এই নিয়ম চালু হওয়ার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামী ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো টেস্টে মাঠে নামতে চলেছে।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচ সামনে রেখে মঙ্গলবার খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর সম্বলিত ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই ম্যাচের মাধ্যমে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই বাংলাদেশ পাবে ১২০ পয়েন্ট। টেস্ট ক্রিকেটে জৌলুস ফেরাতেই টেস্ট বিশ্বকাপ চালু করেছে আইসিসি।
Leave a Reply