হেলথ ডেস্ক, ২০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): গাজীপুরের কালীগঞ্জে একদিনে ৩১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, করোনা ভাইরাস সন্দেহে গত শনিবার ৪২ জনের নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ পাঠানো হলে আজ সোমবার দুপুরে তাদের মধ্যে ৩১জনের রিপোর্ট করোনা পজেটিভ। এ নিয়ে কালীগঞ্জে হাসপাতালের চিকিৎসক, নার্স, থানার এসআইসহকরোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭৫ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, উপজেলায় করোনায় নতুন আক্রান্ত ৩১ জন। সব মিলিয়ে আক্রান্ত মোট ৭৫ জন। আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতা মূলক লাল নিশান টানিয়ে দেওয়ার কাজ চলছে। তবে আইন প্রযোগে বাস্তবতা ভিন্ন বলে অনেকে অভিযোগ করেন।
Leave a Reply