বিনোদন ডেস্ক, ৬ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী শিলাজিতের পুত্রকে কলকাতা পুলিশ মাদকসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে তার দুই বন্ধুকেও। পুলিশ সুত্রে বলা হয়েছে, শিলাজিতের পুত্র ধী মজুমদারকে যখন আটক করা হয় তখন সে ও তার বন্ধুরা মদ্যপ অবস্থায় ছিল। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে টলি ক্লাবের কাছে। রিজেন্ট পার্ক থানার পুলিশ আধিকারিকরা রাত একটা নাগাদ একটি গাড়িকে চেকিংয়ের জন্য আটক করে। দুই বন্ধুকে নিয়ে গাড়ি করে যাচ্ছিলো শিলাজিতের পুত্র। গাড়িটিতে তল্লাশি চালানোর সময় পুলিশ দেখে মদ্যপ অবস্থায় রয়েছে শিলাজিৎপুত্র ও তার দুই বন্ধু। তারপর আরও ভালো করে গাড়ি তল্লাশির সময় পিছনের সিট থেকে উদ্ধার হয় প্রায় ৪০০ গ্রাম মাদক।
এরপরই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুত্রের গ্রেপ্তারের খবর পেয়েই থানায় হাজির হয়েছিলেন শিলাজিৎ। জানা গেছে, শিলাজিতের পুত্র কলকাতার বাইরে পড়াশোনা করে। কয়েকদিন আগেই সে কলকাতায় এসেছে।
Leave a Reply