স্পোর্টস ডেস্ক, ০৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎ অনিশ্চিত হলেও ক্লাবের নতুন জার্সি উদ্বোধনে দেখা গেল ওয়েলসম্যান গ্যারেথ বেলকে। ক্লাব ছাড়তে চাওয়া আর এক তারকা সার্জিও রামোসকেও দেখা গেল নতুন কিটসের প্রকাশ অনুষ্ঠানে।
গত মৌসুম থেকেই রিয়াল মাদ্রিদে কোণঠাসা ছিলেন বেল। কোচ জিদানের প্রিয় পাত্র নন। তাই নিয়মিত প্রথম একাদশে জায়গা হয় না তাঁর। হতাশাজনক মৌসুম শেষে জিদান স্পষ্ট জানিয়েও দিয়েছেন যে, নতুন মৌসুমে বেলকে নিয়ে কোনও পরিকল্পনা নেই তাঁর। এই অবস্থায় ক্লাব ছাড়া প্রায় নিশ্চিত ওয়েলস স্ট্রাইকারের।
লা লিগা ছেড়ে প্রিমিয়ার লিগে ফেরার প্রবল সম্ভাবনা বেলের। পুরনো ক্লাব টটেনহ্যামের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তাঁর এজেন্ট। আলোচনা চলছে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেও। সুতরাং আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে থাকবেন কি না, তা একেবারেই নিশ্চিত নয় তাঁর। তা সত্ত্বেও রিয়ালের নতুন কিটসের প্রমোশনাল ইভেন্টে অংশ নিলেন বেল।
ওয়েলস তারকা অবশ্য বরাবর জানিয়ে এসেছেন যে, রিয়াল ছাড়ার কোনও ইচ্ছা নেই তাঁর। বরং ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ হতে চান তিনি। তবে কোচ না চাইলে রিয়ালে পড়ে থাকার কোনও সম্ভাবনা নেই বেলের। তবে সমীকরণটা বদলাতে পারে মাঝের কয়েক সপ্তাহে। নতুন হোম কিটসের উদ্বোধনে বেলের উপস্থিতি তাঁর রিয়ালে থেকে যাওয়ার ইঙ্গিতবহও হয়ে দাঁড়াতে পারে।
২০০৬-০৭ মৌসুমে সাউদাম্পটনের হয়ে খেলার পর ২০০৭ সালে টটেনহ্যামে যোগ দেন বেল। পরে ২০১৩ সালে টটেনহ্যাম ছেড়ে রিয়ালে আস্তানা গাড়েন ওয়েলস তারকা। সেই থেকে সান্টিয়াগো বার্নাব্যুই স্থায়ী ঠিকানা বেলের।
জার্সি উদ্বোধনে উপস্থিত ছিলেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও, রীতিমতো সংবাদ সম্মেলন করে যিনি ক’দিন আগেই জানিয়েছিলেন যে, রিয়াল থেকে অবসর নিতে চান তিনি। ক্লাব প্রেসিডেন্টের কাছে তিনি আবেদনও জানিয়েছিলেন কোনও ট্রান্সফার ফি ছাড়াই ছেড়ে দিতে তাঁকে। রামোসের ইচ্ছা ছিল মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চীনের ক্লাবে খেলা। যদিও রিয়াল তাঁকে ট্রান্সফার ফি ছাড়তে রাজি না হওয়ায় আপাতত রামোসের চীনে খেলার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই।
Leave a Reply