হেলথ ডেস্ক, ২২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): চন্দনাইশের পূর্ব জোয়ারা এলাকার মোবারক খলিফার বাড়িতে দশ মাস বয়সের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। শিশুটির নাম মো. আবিদ। আজ বুধবার বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষার রিপোর্টে শিশুটির করোনা শনাক্ত হয়। সে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডের ২০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে।
রিপোর্ট পজেটিভ আসার পর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হাসান শাহরিয়ার কবির ও সিভিল সার্জন চট্টগ্রাম ডা.সেখ ফজলে রাব্বীর পরামর্শে উপজেলা প্রশাসনের মাধ্যমে আক্রান্তের বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়।
এই বিষয়ে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএচএফপিও) ডা. শাহীন হাসান চৌধুরী জানান, গত এক মাস আগে জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়।সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে নিয়ে আসলে গত এক সপ্তাহ আগে আবার জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করলে সেখানে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে সেখানে পজেটিভ আসে।
সূত্র জানায়, চলতি এপ্রিল মাসের শুরুতে নিউমোনিয়া জনিত কারণে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে দু‘সপ্তাহ চিকিৎসা নিয়ে ১২ই এপ্রিল তার নিজ বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার দুইদিন পর পূনরায় অসুস্থ হয়ে পড়ে। পরে গত ১৪ই এপ্রিল ও ১ মে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে এরপর পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে সুস্থ হলে নিজ বাড়ি পূর্ব জোয়ারা বাড়িতে ফিরে আসে। আসার ২দিন পর গত ১৭ই এপ্রিল জ্বর আর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।
Leave a Reply