বিনোদন ডেস্ক, ৬ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): চলে গেলেন স্বর্ণযুগের অভিনেত্রী সবিতা বসু। গত বৃহস্পতিবার রাতে কলকাতায় নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি মৃত্যুকালে রেখে গিযেছেন এক পুত্র ও এক কন্যাকে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। সবিতা বসু প্রথম সুধীর মুখোপাধ্যায় পরিচালিত ‘পাশের বাড়ি’ ছবিতে অভিনয় করেছিলেন। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন ‘দেবত্র’, ‘শুধু একটি বছর’ ছাড়াও বেশকিছু ছবিতে। সুচিত্রা সেনের সঙ্গেও তিনি অভিনয় করেছেন।
এরপর ‘যত মত তত পথ’, ‘চাটুজ্জ্যে বাঁড়ুজ্জ্যে’, ‘হংসমিথুন’, ’ছিন্নমস্তা’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। পরবর্তীকালে মুম্বইতে তিনি আটটি হিন্দি ছবিতে অভিনয় করেন। এগুলোর মধ্যে অন্যতম হল, ‘পরিবার’, ‘হরে কাঁচ কি চুড়িয়াঁ’ (১৯৬৭)। সবিতা বসুর শেষ ছবি ছিল বীরেশ চট্টোপাধ্যায় পরিচালিত ‘সুরের আকাশে’ (১৯৮৮)। চিত্রনাট্যকার গৌরাঙ্গপ্রসাদ বসুর সঙ্গে তার বিয়ে হয়েছিল।
Leave a Reply