ঢাকা, ০৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ইতিমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরনের শুটিং। এই অলস সময়ে সরকারের পাশাপাশি তারকারাও এই মহামারি ভাইরাস নিয়ে নানা ধরনের পোস্ট দিচ্ছেন তাদের ফেসবুকে, পাশে দাঁড়াচ্ছেন অসহায় মানুষের। সেই কাতারে এবার যুক্ত হলেন চিত্রনায়িকা চমক তারা ।
সোমবার সারাদিন রাজধানী মিরপুরের ৫০টি অসহায় পরিবারের মাঝে নিত্যপণ্য দিয়ে সাহায্য করেছেন এই নায়িকা।
চমক তারা বলেন, ‘আমি চেয়েছিলাম আরও বেশি মানুষকে সাহায্য করব। কিন্তু আমার সামর্থ্য এতটুকুই। তাই যা পেরেছি তাই দিয়েছি। অন্য সবার কাছে এতটুকু বলব, দেশের এই মহামারীতে যে যা পারেন সাহায্য করেন।’
Leave a Reply