ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার রাত সোয়া ৭টায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য সংগঠনটির সাংগঠনিক নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দেখা করে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ছাত্রলীগের শীর্ষ এই নেতারা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতাদের সততা, আদর্শ নিয়ে সংযমের সঙ্গে চলার নির্দেশ দিয়েছেন। তিনি তাদের ছাত্রদলের মতো আচরণ না করার নির্দেশ দেন।
ছাত্রলীগ নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সবার মাঝে আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। নীতি-আদর্শ নিয়ে চলতে হবে।’ ‘সমাজের অসঙ্গতি দূর করবো, একে একে সব ধরতে হবে। আমি তাই করবো। জানি কঠিন কাজ এটি, বাধা আসবে, কিন্তু আমি করবোই।’
এর আগে বিকেল ৫টায় গণভবনে যান ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি-ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ ২৩ জন।
এছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য ইকবাল হোসেন অপু, আনেয়ার হোসেন, গোলাম রাব্বানী চিনু গণভবনে উপস্থিত ছিলেন।
Leave a Reply