ঢাকা, ০৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রচলিত আইন অনুযায়ী তাকে বদলি করা হলেও প্রয়োজনের তাগিদে তাকে আগের কর্মস্থলে ফিরিয়ে আনা হয়েছে। আর পুনরায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে কাজের সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলছেন, তিনি আগামী প্রজন্মের জন্য কাজ করে যেতে চান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, বিষয়টি নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। বদলি প্রশাসনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে দুটি ঘটনা একই সাথে ঘটায় জনগণের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে। সেই সন্দেহ দূর করার জন্য শাহরিয়ারের বদলির আদেশটি বাতিল করা হয়েছে।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলছেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তিনি বদলির প্রজ্ঞাপনকেও স্বাভাবিকভাবে নিয়েছিলেন। আমাকে যেখানেই পদায়ন করা হবে আমি আমার সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে কাজ করার চেষ্টা করবো। অর্থ বা পেশিশক্তির কাছে কখনোই কোনো কর্তব্যপরায়ন কর্মকর্তার মাথা নত হবে না এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
আড়ং এর বিরুদ্ধে ক্রেতা ঠকানোর অভিযোগে ব্যবস্থা নেয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাকে সোমবার (০৩ জুন) সন্ধ্যায় সড়ক ও জনপদ বিভাগে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হলেও মঙ্গলবার (০৪ জুন) সকালে তা স্থগিত করে স্বপদে বহাল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আড়ং-এর বিরুদ্ধে অতিরিক্ত দাম রাখার অভিযোগ উঠছে অহরহ। সোমবার (০৩ জুন) উত্তরার জসীম উদ্দিন রোডে আড়ং-এর শোরুম থেকে এক ক্রেতা পাঞ্জাবি কেনেন ১৩শ’ টাকায়, একই পাঞ্জাবি তিনি পাঁচদিন আগে কিনেছিলেন ৭শ’ টাকায়। প্রমাণসহ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করলে সংস্থাটি আড়ং-এর প্রতারণার দায়ে সাড়ে চার লাখ টাকা জরিমানা ও উত্তরা শাখাটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করে। এসময় অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। আড়ং-এর এমন ক্রেতা ঠকানোর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই তাদের তিক্ত অভিজ্ঞতাও জানান, দেখা যায় আড়ং-এর পণ্য বর্জনের পক্ষে প্রচারণাও।
পরে আড়ং-এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা কর্মকর্তাকে খুলনায় সড়ক বিভাগে বদলির প্রজ্ঞাপন প্রকাশিত হয়, যা ঘুরতে থাকে ফেসবুকের ওয়ালে ওয়ালে। নতুন করে আবারো সমালোচনা শুরু হয়, সবাইকে অবস্থান নিতে দেখা যায় তার বদলির বিপক্ষে। অবশেষে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় আরেকটি প্রজ্ঞাপন জারি করে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে স্বপদে বহাল করে।
জনপ্রিয়তার তুঙ্গে থাকা দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড আড়ং একের পর এক আউটলেট খুলছে রাজধানীর বিভিন্ন এলাকাসহ সারাদেশে গুরুত্বপূর্ণ শহরে।
Leave a Reply