ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৪ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিচারক জন কফেনর। এর ফলে ট্রাম্পের আদেশ আগামী ১৪ দিন কার্যকর হবে না। খবর এপির।
ট্রাম্পের নির্বাহী আদেশে নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের কথা বলা হয়েছিল। এটি দেশটির সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিরুদ্ধে। বিচারক কফেনর বলেছেন, ‘এটি স্পষ্টভাবে অসাংবিধানিক।’
এই আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য ও নাগরিক অধিকার রক্ষাকারী সংগঠন মামলা করেছে। আদালতের স্থগিতাদেশকে তারা স্বাগত জানিয়ে মন্তব্য করেছে যে, কোনো প্রেসিডেন্টই নিজের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারেন না।
এদিকে বিচারকের এ আদেশের বিরুদ্ধে আবেদন করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দেওয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও। ট্রাম্প প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন, আদেশে মার্কিন সংবিধানের সঠিক ব্যাখ্যা দেওয়া হয়েছে।
====================
উবার থেকে লাফিয়ে পড়ে অল্পের জন্য বেঁচে গেলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা
বিনোদন ডেস্ক, ২৪ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): দেশের আইনশঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো নিরাপত্তাহীনতার ভয় কাটেনি মানুষের। এর মধ্যে এক খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে এ প্রজন্মের চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে। নিজেকে রক্ষা করতে রীতিমতো মৃত্যুঝুঁকি নিতে হয়েছে তাকে। এমন ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন নিজের ফেসবুকে। নায়িকা নিঝুম লেখেন, বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করি। পরে উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা থাকার পরও সে গুলশান রোডে ঢুকে পড়ে। তখন প্রায় ৮০ থেকে ১০০ স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল চালক।
তিনি লেখেন, বিষয়টি আমার কাছে সন্দেহ লাগলে আমাকে এখানেই নামিয়ে দিতে বলি। তখন সে আমাকে বলে চুপ থাক, কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করি। কিন্তু কারও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে লাফিয়ে নেমে যাই।
প্রশ্ন রেখে তিনি আরও বলেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাব না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত?
উল্লেখ্য, ২০১৩ সালে জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমায় অভিনয় করেন তিনি।
================
হুইলচেয়ারে ক্যামেরাবন্দি হলেন সময়ের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা
বিনোদন ডেস্ক, ২৪ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): মাথায় টুপি, মুখে কালো মাস্ক, হাতে মোবাইল, আর লাল সোয়েটার পরে বসে আছেন হুইলচেয়ারে। সম্প্রতি ভারতের একটি বিমানবন্দরে এভাবেই ক্যামেরাবন্দি হলেন সময়ের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। খবর : টাইমস অব ইন্ডিয়া
সময়টি দুর্দান্ত যাচ্ছে দক্ষিণের জনপ্রিয় তারকার। ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পায় ‘পুষ্পা ২-দ্য রুল’ সিনেমা। এরপরই বক্স অফিসে ভাঙতে থাকে একের পর এক রেকর্ড। ২০২৫ সালের জন্যও হাতে আছে বিগ বাজেটের কয়েকটি সিনেমা।
তার মধ্যে সালমান খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন তিনি। এর মাঝেই দুর্ঘটনার শিকার হন এই নায়িকা। জানা যায়, বছরের শুরুতে জিম করার সময় পায়ে চোট পেয়েছেন রাশমিকা। চোটের তীব্রতা এতই যে কিছুদিন বিশ্রাম নিয়ে শ্যটিং সেটে ফিরতে চান তিনি, ফলে সাময়িক বন্ধও রয়েছে ছবির শ্যটিংয়ের কাজ। এর জন্য হাঁটতেও পারছেন না তিনি, চলাচল করতে হচ্ছে হুইলচেয়ারে। আর এ সময়ই ক্যামেরাবন্দি হন এই নায়িকা।
এদিকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বক্স অফিসে মুক্তি পেতে চলেছে এই অভিনেত্রীর ‘ছাভা’ সিনেমা। এতে তার বিপরীতে আছেন ভিকি কৌশল। এ ছাড়া ‘থামা’ নামে আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আর সালমানের বিপরীতে ‘সিকান্দার’ আসছে এ বছরের ঈদে।
==================
ভালোবাসা দিবসে ইয়ামির অ্যাকশন-কমেডি সিনেমা ধুম ধাম মুক্তি পাচ্ছে
বিনোদন ডেস্ক, ২৪ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। রূপের মায়া ও অভিনয় দক্ষতা দিয়ে এ সুন্দরী জয় করে নিয়েছেন অসংখ্য ভক্তের হৃদয়। কয়েক মাস আগে ছেলে সন্তানের মা হয়েছেন এ নায়িকা। একরত্তি ছেলেকে নিয়ে ব্যস্ততা তাকে অভিনয় থেকে দূরে ঠেলে দেয়। অভিনয়ের প্রতি ভালোবাসা তার সব ব্যস্ততাকে হার মানিয়ে দিয়েছে। তাইতো ২০২৫ সালের ভালোবাসা দিবসে নতুন সিনেমা নিয়ে আবারও পর্দায় ফিরছেন এ অভিনেত্রী।
চলতি বছর ১৪ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ইয়ামি অভিনীত অ্যাকশন-কমেডি সিনেমা ‘ধুম ধাম’। পরিচালনা করেছেন ঋষভ শেঠ। তার পাশাপাশি এ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন প্রতীক গান্ধী, এজাজ খানসহ আরও অনেকে। এরই মধ্যে নেটফ্লিক্সে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে, যা দেখে রীতিমতো মুগ্ধ দর্শকমহল, প্রশংসায় ভাসছেন কলাকুশলীরা। মুক্তিপ্রাপ্ত টিজারটিতে দেখা যায়, একজন নবদম্পতি ফুলশয্যার রাতে একে অন্যের পাশে বসে রয়েছেন। দুজনই ভীষণ লাজুক। তবে হঠাৎ করেই দরজায় ধাক্কা দেয় অপরিচিত এক ব্যক্তি। তারপর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা। এরপর একাধিক লোক ঢুকে পড়ে ওই ফুলশয্যার ঘরে।
এখান থেকে শুরু হয় গল্পের আসল টুইস্ট। যেখানে অন্যান্য সিনেমায় দেখানো হয়, স্ত্রীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে স্বামী, সেখানে এই গল্পে রয়েছে আরও মজা। বন্দুক হাতে স্বামীকে বাঁচাতে আততায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়েন ইয়ামি। স্ত্রীর হাতে বন্দুক দেখে রীতিমতো হতবাক হয়ে যান স্বামী। আর এভাবেই এগোতে থাকবে সিনেমার কাহিনি।
মাতৃত্বকালীন বিরতির পর এমন অ্যাকশন-কমেডি সিনেমার মাধ্যমে ইয়ামির ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন সিনে-বিশ্লেষকরা। চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া ফেলবে বলেও আশা করছেন তারা।
ইয়ামি গৌতমকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায়। আদিত্য সুহাস জাম্বলের পরিচালনায় নির্মিত এ মুভিতে ইয়ামির পাশাপাশি অভিনয় করেন প্রিয়ামনি, বৈভব তাতওয়াদিসহ আরও অনেকে।
Leave a Reply