ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৮ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জাপানে এক ব্যক্তির ছুরিকাঘাতে তিন জন নিহত এবং ১৯ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে জাপানের কাওয়াশাকি শহরে এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হামলার কারণ জানা যায়নি। ঘটনার পরই গোটা কাওয়াসাকি জুড়ে জারি হয় সতর্কতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের ছেলেমেয়েরা বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় হামলাকারী (৫০) এলোপাতাড়িভাবে শিক্ষার্থীদের ওপর ও আশেপাশের মানুষকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ১২ বছরের ছাত্রী ও ৩৯ বছর বয়স্ক এক ব্যক্তি মারা যায়। এরপর হামলাকারী নিজেও তার গলায় ছুরিকাঘাত করে আহত হয় ও পুলিশের কাছে আটক অবস্থায় পরবর্তীতে তার মৃত্যু হয়।
জাপান বিশ্বের সবচেয়ে কম সহিংসতাপূর্ণ একটি দেশ। তবে দেশটিতে সম্প্রতি ছুরিজাতীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা কিছুটা বেড়েছে। ২০১৬ সালে জাপানের একটি মানসিক পরিচর্যা কেন্দ্রে সাবেক কর্মীর ছুরিকাঘাতে ১৯জন আহত হন। এর আগে, ২০০৮ সালে টোকিওতে এক ব্যক্তি মার্কেটের ভিড়ের মধ্যে ট্রাক উঠিয়ে দেন ও সবাইকে ছুরিকাঘাত করতে থাকেন। এ ঘটনায় সাতজন মারা যান।
Leave a Reply