সাভার, ১২ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালন করতি গিয়ে অসুস্থ হয়ে একজন পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে নেমেছে শোকের ছায়া।
শুক্রবার বেলা ১টার দিকে শিক্ষক জান্নাতুলের লাশবাহী অ্যাম্বুলেন্স পুরান কলা বিভাগে পৌঁছালে তার সহকর্মী ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন।
পরে লাশ জানাজার জন্য নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।
সেখানে প্রীতিলতা হলের এক শিক্ষার্থী বলেন, “ম্যাম আমার আঙুলে কালি করে দিলেন। গুনে দিলেন ব্যালট পেপার। শিখিয়ে দিলেন কিভাবে ভোট দিতে হবে।
“বুথ খালি না থাকায় বারবার বললেন বাবা সরি আরেকটু অপেক্ষা করো। এই মানুষটা নাকি নাই! মানুষের জীবন এমন কেন?”
বৃহস্পতিবার প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করা জান্নাতুল ফেরদৌস শুক্রবার সকালে সিনেট ভবনে এসেছিলেন ভোট গণনার দায়িত্ব পালনের জন্য।
সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুলের সহকর্মীরা বলেন, জান্নাতুল এসে ভোট গণনার কাজ শুরু করার কিছু সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। অজ্ঞান হয়ে পড়ে গেলে উপস্থিত সহকর্মী ও পোলিং এজেন্ট থাকা শিক্ষার্থীদের অনেকে তাকে ধরাধরি করে বের করে আনেন। তখন কিছুক্ষণের জন্য ভোট গণনার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এর কিছুক্ষণ পরই শিক্ষিকা জান্নাতুলের মৃত্যুর সংবাদ ভোট গণনা কক্ষে পৌঁছালে সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। তখন ওই কক্ষে থাকা সাউন্ড সিস্টেমে শিক্ষিকার মৃত্যুর খবর জানিয়ে তার জন্য দোয়া চাওয়া হয়। কক্ষের বাইরে উপস্থিত শিক্ষার্থীদেরও কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
তখন কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গণনা কার্যক্রম। এরপর দায়িত্বরত নির্বাচনি কর্মকর্তারা আবার গণনা কার্যক্রমে ফিরলেও তা চলে ধীরগতিতে। অনেককে চোখ মুছতে মুছতে ব্যালট ভোট গণনা কার্যক্রম চালিয়ে যেতে দেখা গেছে।
Leave a Reply