ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত নতুন একটি জঙ্গি সংগঠনে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. মো. শফিকুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে দুপুরে ডা. শফিককে আদালতে হাজির করে পুলিশ। এরপর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস দমন আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
অপরদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নতুন একটি জঙ্গি সংগঠনকে আর্থিক সহায়তার অভিযোগে সোমবার দিবাগত ভোর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে জামায়াতে ইসলামীর আমিরকে আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন বছর তিনেক আগে। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় তিনি ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।
এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ডা. শফিকুরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এক মামলায় তাকে গ্রেপ্তার করে সিটিটিসি। একই মামলায় ডা. শফিকুরকেও গ্রেপ্তার করেছে পুলিশের এই বিশেষ ইউনিট।
Leave a Reply