জামালপুর, ২১ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): জামালপুরের বকশীগঞ্জে র্যাবের অভিযানে সরকারি চাল জব্দের ঘটনায় বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুন্নাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। আজ মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় আনিছুর রহমান খরমের ঘর থেকে ১২টি বস্তায় খাদ্যবান্ধব কর্মসূচির ৭১০ কেজি চাল জব্দ করে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মুন্নাফ ও বকশীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালামকে আসামি করে বকশীগঞ্জ থানায় র্যাব বাদি হয়ে মামলা করে।
মামলার আরেকজন আসামি পৌর কাউন্সিলর আবুল কালাম পলাতক রয়েছেন বলে জানান ওসি। গ্রেপ্তার আব্দুল মুন্নাফকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply