ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সাংবাদিকদের বলেছেন, জি কে শামীম যুবলীগের কেউ নয়। জি কে শামীম যুবলীগের কোনো পদে নেই। দলের যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, দলের পক্ষ থেকে গঠিত ট্রাইব্যুনাল ব্যবস্থা নেবে। যেকোনো ফৌজদারি বিষয়ে খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাগত জানান যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
এর আগে তিনি বলেন, ক্যাসিনোর খবর আজ মিথ্যা নয়। ক্যাসিনো চালায় যুবলীগ। ধন্যবাদ আইনশৃঙ্খলা বাহিনীকে। জড়িতদের ধরুন। আমি করলে আমাকেও ধরেন।
আজ শুক্রবার রাজধানীর নিকেতনের অফিস থেকে ৭ দেহরক্ষীসহ এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শামীমের ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্সে অভিযান চালানো হয়। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক অস্ত্র-টাকা।
অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে অভিযান পরিচালনাকারী র্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, সুনির্দিষ্ট প্রমাণ ও অভিযোগের ভিত্তিতেই এ অভিযান, তার বিচার আদালত করবে, র্যাব তার কাজ করেছে।
জানা গেছে, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকা কালে শামীম ছিলেন ঢাকা মহানগর যুবদলের সহ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা ও সাবেক গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের ঘনিষ্ঠ।
Leave a Reply