স্পোর্টস ডেস্ক, ৩০ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ইনিংসের প্রথম ওভারে জনি বেয়ারস্টো ফিরে গেলেও এরপর জ্যাসন রয় ও জো রুটের ব্যাটে দারুণ খেলছিল ইংল্যান্ড। কিন্তু এই দুই ব্যাটসম্যানই ব্যক্তিগত হাফ সেঞ্চুরি করে ফিরে গেলেন। এবারের বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসাবে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন রয়। ৫১ বলে হাফ সেঞ্চুরি করার পর ৫৩ বলে ৫৪ রান করে আউট হন তিনি। ১৯তম ওভারে আন্দিল ফেলুকায়োর বলে ফাফ ডু প্লেসিসের হাতে ক্যাচ হন তিনি।
এর পরের ওভারেই ফিরে যান রুট। কাগিসো রাবাদার বলে ডুমিনির হাতে ধরা পড়েন রুট। ৫৯ বলে ৫১ রান করেছেন তিনি। এর আগে ইনিংসের প্রথম ওভারেই ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। বোলিংয়ে ওপেন করতে এসে দ্বিতীয় বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে জনি বেয়ারস্টোকে ফিরিয়ে দেন তিনি। এক বলে শূন্য রানে ফিরেন বেয়ারস্টো।
দীর্ঘ অপেক্ষার পর আজ মাঠে গড়িয়েছে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। বৃহস্পতিবার ক্রিকেটের এই মেগা ইভেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩৬.৫ ওভারে ৪ উইকেটে ২১৭ রান।
স্বাগতিক হিসাবে ইংল্যান্ডই এবার অন্যতম ফেভারিট। পারফর্মের দিক থেকেও তারা দুর্দান্ত। বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাটিতে পাকিস্তানকে তারা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে শেষ মুহূর্তে হেরে গেলেও আফগানিস্তানের বিপক্ষে বড় জয় তুলে নেয় ইংল্যান্ড। সম্প্রতি ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান এবং পেসার মার্ক উড ছোট ইনজুরিতে আক্রান্ত হলেও উদ্বোধনী ম্যাচ খেলার জন্য তারা ফিট। বিশ্বকাপে ইংল্যান্ড তিনবার রানার্স আপ হলেও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি।
Leave a Reply