হাসিবুর রহমান শিপন-ঝিনাইদহ, ২২ ডিসেম্বর ২০২০ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার দুপরে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের এনায়েতপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে আতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
জানা যায়, আলীর মুদি দোকান থেকে দুই হাজার টাকার মালামাল বাকি নেয় একই গ্রামের আশাদুল ইসলাম। গতকাল সোমবার বিকালে আশাদুল ইসলামের নিকট আলী পাওনা দুই হাজার টাকা চায়। এক পর্য্যায়ে তারা দুজন তর্কবির্তকে জড়িয়ে পড়েন। এর সংগে আশাদুলের পক্ষ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন একই গ্রামের রমজান।
আজ মঙ্গলবার সকালে গ্রামের মাঠে কৃষি কাজ করতে বের হয় আলী। এরই জের ধরে পথিমধ্যে রমজান, রহিম, বিজয়, এনামুল, ফারুক, মানোয়ার, ইকবল জোটবন্ধ হয়ে আলীকে মারধর শুরু করে। খবর পেয়ে আলীর ভাই আতিয়ার, আখতারুজ্জামান এবং তাদের ভাতিজা রিফাত মারামারি ঠেকাতে গেলে তাদেরকে রমজানরা লাঠি দিয়ে পেটাতে থাকে। এদের মধ্যে লাঠির আঘাতে ভাই আতিয়ার ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আখতারুজ্জামান, রিফাত ও আলী নামে তিনজন আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে ডাকবাংলা ক্যাম্পের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে এনায়েতপুর গ্রামের আব্দুল মজিদ ও আব্দুর রহিম নামে দুজনকে আটক করা হয়েছে।
Leave a Reply