ষ্টাফ রির্পোটার, ২৭ জুলাই ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): ‘রক্তদানে নাহি ভয়, আসলেই মানবতার জয়, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাধন’- এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আওয়ামী সেচ্ছাসেবকলীগ এর ২৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত।
এ আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সভাপতি শাহারিয়ার করিম রাসেল, সাথে ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রানা হামিদ।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি জনাব ফিরোজ ও এ্যাডঃ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুল হক রিপন, সহ সাধারণ সম্পাদক আরাফাত আবদুল্লাহ এ্যাপি, সহ সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম টিটন, দপ্তর সম্পাদক সোহেল রানা, জেলা সদস্য সেন্টু ও রুবেল, ঝিনাইদহ সদর থানা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নাসিম প্রমুখ নেতৃবৃন্দ।
ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সভাপতি শাহারিয়ার করিম রাসেল বলেন- এ রক্তের গ্রুপ নির্ণয় ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি মাধ্যমে আমরা নিজের রক্তের গ্রুপকে জানতে পারবো। এবং অন্যের প্রয়োজনে আমার রক্তের গ্রুপের সাথে মিলিয়ে অন্যকে রক্ত দিয়ে তার জীবন বাচানোর চেষ্টা করতে পারবো।
তিনি আরো বলেন, মানসম্মত ভাবে মানুষের পাশে দাড়াতে হবে। আর সকল মানুষের জন্য আর্তমানবতার সেবায় মানুষের কল্যাণে ও মাতৃভূমি গঠনে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়তে হবে এই সোনার বাংলাদেশ।
Leave a Reply