স্পোর্টস ডেস্ক, ০৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ভারত। আসরে প্রোটিয়ারা তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও শুরুতেই হোঁচট খেলো। জসপ্রিত বুমরার জোড়া আঘাতে সাজঘরে ফিরতে হয়েছে ইনজুরি থেকে ফেরা হাশিম আমলা ও ডি কককে।
এর আগে প্রথম দুই ম্যাচে হেরে দারুণ চাপে আছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল তারা। আর দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশের কাছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ ওভারে এক উইকেট হারিয়ে ২৬ রান। ডু প্লেসি ৬ ও রাসি ভ্যান ডার দুসেন ০ রানে ব্যাট ক্রিজে রয়েছেন। অন্যদিকে ভারতের পক্ষে প্রথম উইকেট শিকার করেন বুমরা।
একাদশ :
ভারত : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসি, রাসি ভ্যান ডার দুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, অ্যান্দিল ফেলুকাও, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, তাব্রেইজ শামসি, ইমরান তাহির।
Leave a Reply