ঢাকা, ০৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাসে সাধারণ ছুটি ঘোষণায় সব বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে নিত্যপণ্য জোগাতেই হিমশিম খাওয়ার অবস্থা তাদের। এসব মানুষ যেন স্বল্পমূল্যে নিত্যপণ্য সংগ্রহ করতে পারেন সেজন্য সক্রিয় রয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলদেশ (টিসিবি)।
রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধনে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি করছে সরকার। তবে লাইন ধরে সেসব পণ্য সংগ্রহ করতে গিয়ে উল্টো করোনাভাইরাসের ঝুঁকিতে পড়ছেন এসব মানুষ।
রাজধানীর মানিকনগর, মতিঝিল, কমলাপুর, বাসাবো, খিলগাঁওসহ বেশিরভাগ পয়েন্টেই ঘুরে দেখা গেছে টিসিবির ট্রাক সেলে কোনো ধরনের শৃঙ্খলা নেই। সাধারণ মানুষ দাঁড়ানোর জন্য এক মিটারের বেশি দূরত্ব রেখে বৃত্ত তৈরি করে রাখা হলেও কেউ মানছেন না নিরাপত্তা বলয়।
রাজধানীর মুগদাপাড়ার প্রধান সড়কে সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন সালেহা বেগম। ভিড়ের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কি করুম কন? বাসায় ছেলে মেয়ে রেখে আসছি। আর এখানে লাইনের কোনো ব্যবস্থা নাই। মানুষ অনেক, কিন্তু সবাই আগে নিতে চায়। কেউ লাইনে দাঁড়াতে রাজি না। পুলিশ এলেও ঠিক করতে পারে না।’
পণ্য নেওয়ার অব্যবস্থাপনার বিষয়ে ট্রাকের ব্যবস্থাপক মাহবুবের কাছে জানতে চাইলে তিনি বলেন, বলেন, ‘কি কমু কন, থানা থেইকা পুলিশ আসছিলো। হেরাও কোনো কিছু করতে পারে নাই আমরা দাগ দিছি পাবলিকই আমাদেও কথা শোনে না। দুই তিন শ মানুষ থাকে আমরা মানাইতে পারি না। আমাদেরকে যদি পুলিশ বা আনসার দিয়ে দিতো। তাহলে শৃঙ্খলা রাখতে পারতাম।’
টিসিবির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উপ-উর্ধ্বতন কার্যনির্বাহী মো. মিশকাতুল আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা করোনা প্রতিরোধ করার জন্য সবরকম সরঞ্জাম সরবরাহ করে থাকি। সব ধরনের সতর্কতামূলক নির্দেশনাও থাকে। কেউ এসব না মানলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’
পণ্য বিক্রি বা বিতরণে সতর্কতা অবলম্বন না করা হলে করোনার ঝুঁকি বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘সারা পৃথিবী নড়ে চড়ে বসেছে। এই অবস্থায় যদি পণ্য কিনতে গিয়ে সামাজিক সংক্রমণ বাড়ায় এটা দুঃখজনক। সংশ্লিষ্ট সবাইকে আমরা বলবো এসব বিষয়ে সবাই এখনই সচেতন হোন।’
Leave a Reply