মাসুদ রানা-জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও), ২১ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ২১শে ফেব্রুয়ারি, জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
এ উপলক্ষে এদিন ২১-০১ মিনিটে রাণীশংকৈল ডিগ্রি কলেজে কেন্দ্রিয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, থানা, বিএনপি ও অঙ্গ সংগঠন, জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠন,গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন,প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রকিবৃল হাসান,ওসি আরশেদুল হক,বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, রফিকুল ইসলাম, মহিলা দল নেত্রী মুনিরা বিশ্বাস ও আনারকলি বেগম, বৈষম্য বিরোধী ছাত্র নেতা, গণ অধিকার পরিষদ নেতা, কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এখানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউএনও শুভেচ্ছা বক্তব্য দেন এবং দিনের কর্মসূচি ঘোষণা করেন।
সকাল ৯টায় একই কলেজমাঠে শহিদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতা-কর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে ইউএনও সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন। একই মঞ্চে স্বরলিপি সংগীত একাডেমির শিল্পিরা দেশের গান পরিবেশন করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ও বিএনপি নেতা মনিরুজ্জামান মনি।
Leave a Reply