মুন্সীগঞ্জ, ১৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ডাকাতি করে ফেরার সময় দিনেদুপুরে র্যাবের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত একজনের নাম মাসুদ হাওলাদার। তার বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানাসহ দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। নিহত আরেকজনের নাম মোহাম্মদ হাসান।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দশ ভরি স্বর্ণালঙ্কার, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী এসব তথ্য জানিয়েছেন।
র্যাবকর্মকর্তা বলেন, র্যাবের কাছে খবর ছিল শরীয়তপুরের গোসাইহাট থেকে ডাকাতি করে ফিরছে একদল ডাকাত। এমন খবরে র্যাব মুন্সীগঞ্জের শ্রীনগর বেজগাঁও এলাকায় টহল বাড়ানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়।
ফারুকী জানান, এই ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে দুই ভরি ওজনের স্বর্ণের রিং, দেড় ভরি ওজনের হোয়াইট গোল্ডের রিং, দুই ভরি ওজনের তিন জোড়া কানের দুল, ব্রেসলেট ও মাথার টিকলিসহ মোট দশ ভরি স্বর্ণালঙ্কার, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
Leave a Reply