হেলথ ডেস্ক, ১৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): এক লাখ মানুষকে করোনা সংক্রান্ত ব্যয়ভার বহনে সহায়তা করতে বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ডিজিটাল হেল্থ। ডিজিটাল হেল্থ, যা ইতোপূর্বে টেলিনর হেল্থ নামে পরিচিত ছিল, একটি গ্রামীণ সামাজিক ব্যবসা কোম্পানী যা গত চার বছর ধরে ডিজিটাল স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। এর সেবা গ্রহীতার সংখ্যা বর্তমানে ৫০ লক্ষেরও বেশী। এঙ্গলবার থেকে চালু নতুন এই সেবাটির নাম “করোনা বিমা” যা অনলাইনে ১০০,০০০ নিবন্ধনকারীকে “আগে আসলে আগে পাবেন ভিত্তিতে” বিনা খরচে বিমা সুবিধা দেবে। করোনা বিমা কারো করোনা টেস্ট রেজাল্ট “পজেটিভ” এলে তাঁকে ২,০০০ টাকা প্রদান করবে যাতে তিনি ‘হোম আইসোলেশনে’ যেতে পারেন, করোনাভাইরাসে আক্রান্ত কেউ হাসপাতালে ভর্তি হলে তাঁকে ৫,০০০ টাকা দেবে, এবং এছাড়াও আক্রান্ত ব্যক্তিকে জীবন বিমা ‘কভারেজ’ হিসেবে নগদ ২০,০০০ টাকা প্রদান করা হবে। কভারেজের মেয়াদ হবে নিবন্ধনের তারিখ থেকে দুই মাস এবং তা কার্যকর হবে নিবন্ধনের মুহূর্ত থেকে। সেবা গ্রহীতা ব্যক্তিদেরকে প্রদত্ত সর্বমোট কভারেজের পরিমাণ হতে পারে বেশ বড় অংকের। এই বিমা কর্মসূচিভূক্ত ব্যক্তিদের মধ্যে ১০ শতাংশও যদি করোনা পজেটিভ হন -যা মোটেও কাঙ্খিত নয় -কর্মসূচির মোট কভারেজের পরিমাণ কোটি টাকার অংক ছাড়িয়ে যেতে পারে।
এই অফারটি জুন ১১, ২০২০ পর্যন্ত অথবা এর পূর্বেই ১০০,০০০ নিবন্ধন সম্পূর্ণ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এরপর নতুন আর কোনো নিবন্ধন গ্রহণ করা হবে না। করোনা বিমার অধীনে প্রদত্ত সুবিধাদি নিবন্ধনের সময় থেকে কার্যকর হবে এবং তা পরবর্তী দুই মাস পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ কেউ জুন ১১, ২০২০ তারিখে নিবন্ধন করলে তিনি আগষ্ট ১০, ২০২০ তারিখ পর্যন্ত এই অফারের সুবিধা পাবেন। নিবন্ধন করতে হবে নিচের ঠিকানায়।
https://care.dh.health/insurance এই কর্মসূচিতে যাঁরা নিবন্ধন করবেন তাঁদেরকে করোনাভাইরাস মোকাবেলার জন্য সময়ে সময়ে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ভিডিও ও পরামর্শ পাঠানো হবে বলে ডিজিটাল হেলথ সলিউশান্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। করোনার বিরুদ্ধে এই ১০০,০০০ বিনামূল্যের বিমা পলিসি স্পন্সর করছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট। এ বিষয়ে ডিজিটাল হেলথ -এর প্রধান নির্বাহী সাজিদ রহমান বলেন, এটা অনেকটা স্বস্তিদায়ক যে, রোগীদের অধিকাংশই করোনাভাইরাসে আক্রান্ত নন বলে জানা যাচ্ছে – তাঁরা খুব সাধারণ চিকিৎসাতেই জ্বর ও গলা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তবে প্রতিটি ব্যক্তি ও পরিবারের জন্যই করোনাভাইরাস থেকে সুরক্ষার লক্ষ্যে প্রস্তুতি নেয়াটা জরুরি। আমরা আশা করছি যে, আমাদের সিম্পটম চেকার, করোনা বিমা এবং বিনামূল্যে স্বাস্থ্য ও জীবন বিমা মানুষের দুশ্চিন্তা লাঘবের পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর সৃষ্ট বাড়তি চাপ হ্রাসেও সহায়তা করবে।
Leave a Reply