ঢাকা, ২৪ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ডেঙ্গুর প্রকোপ এবার বেশি। কার্যকরী ওষুধ ছিটানোর ব্যবস্থা করা হচ্ছে। শিগগিরই ডেঙ্গুর প্রকোপ কমে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ মন্ত্রীর।
এসময় তিনি বলেন, এবার ডেঙ্গুর প্রকোপ একটু বেশি, এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার লোক হাসপাতালে ভর্তি হয়েছে, কিছু মৃত্যুও হয়েছে। আমরা আশা করি এটা আস্তে আস্তে কমে যাবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। মশা নিধনে যে ওষুধ ছিটানো হয়, আরো কার্যকরী ওষুধ ছিটানোর ব্যবস্থা করা হচ্ছে। আশা করি ডেঙ্গুর প্রকোপ কমে যাবে।
Leave a Reply