ঢাকা, ০৫ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): স্বামী-সন্তান নিয়ে দেশে বেড়াতে এসেছিলেন ইতালি প্রবাসী হাফসা লিপি (৩৪)। কথা ছিল ছুটি কাটিয়ে আবার ফিরে যাবেন। কিন্তু, আর ফেরা হলো না লিপির। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সোমবার রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক জসিম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।
লিপির স্বামী সর্দার আবদুল সাত্তার তরুণ (৩৬) নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। তিন সপ্তাহ আগে ইতালি থেকে দেশে এসে দুই সন্তান অলি (১২) ও আয়ানাকে (৬) নিয়ে কলাবাগানে ওঠেন এই দম্পতি।
সাত্তারের বড় বোন ডা. নুরুন্নাহার জানান, দেশে আসার পরই আবুল সাত্তার জ্বরে আক্রান্ত হন। তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলে, এর মধ্যেই গত ২৮ জুলাই ডেঙ্গু আক্রান্ত হন লিপি।
কিন্তু, স্বামী অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় স্বামীকে সেবা করার সিদ্ধান্ত নেন তিনি। শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিপি।
লিপিকে তার শ্বশুর বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার সর্দার বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
Leave a Reply