০৩ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): শায়েস্তাগঞ্জের খোয়াই ও সুতাং নদী থেকে ড্রেজার মশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে তিনটি ব্রিজ। কয়েকদিনের বৃষ্টিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারদলীয় প্রভাবশালী কতিপয় লোক সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জোরর্পূবক বালু উত্তোলন করছে। এতে একদিকে যেমন সরকারের বিপুল পরিমাণ রাজস্ব গচ্ছা যাচ্ছে, অন্যদিকে শুকনো মৌসুমে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকায় সাধারণ মানুষের ফসলি জমি, ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এসব বালুমহাল থেকে প্রতিবছর অর্ধকোটি টাকা আয়ের সম্ভাবনা থাকা সত্ত্বে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের কারণে বঞ্চিত হচ্ছে সরকার।
পরিবেশের ভারসাম্য নষ্টসহ জেলা ও থানার সরকারী অবকাঠামো ধংসের পাশাপাশি বালু সরবরাহের কারণে গ্রামীন সড়ক পথ খানাখন্দের সৃষ্টির হয়ে সাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। প্রতিদিনই খোয়াই বাঁধের নতুন নতুন স্থানে বাঁশের বেড়া বেঁধে দখল করে ভূমিহীনদের কাছে বিক্রি করে বিপুল অর্থ আয় করছে প্রভাবশালী মহল। এসব ভূমি ক্রয় করে বাঁধের দুই তীরে গড়ে তোলা হচ্ছে অবৈধ বসতি।
Leave a Reply