ঢাকা, ০৯ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ক্রমান্বয়ে ঢাকা শহরে সব বাসা বাড়িতে গ্যাস লাইনে প্রিপেইড মিটার লাগানো হবে। প্রতিমন্ত্রী আশা করেন, আসন্ন বাজেটে প্রতি বছরের মত গ্যাস ও বিদ্যুৎ খাতে বরাদ্দ পাবে মন্ত্রণালয়।
তিনি বলেন, গ্যাসের দামটি আমরা সমন্বয় করতে চাচ্ছিলাম, যে ইমপোর্ট আমরা করেছি এতোদিন ধরে, এখানে অতিরিক্ত আরো ১৪ হাজার কোটি টাকার মতো ব্যয় করে ফেলেছি গ্যাসে। গ্রাহকের কাছ থেকে তো আগের দামে সে টাকা আর আসছে না। ঢাকা শহরসহ সব জায়গায় পুরোনো গ্যাস লাইনগুলো আমরা সব উঠিয়ে ফেলবো। নতুন গ্যাস লাইন আমরা করবো। সেখানে মিটার বসাবো। দুই লক্ষ মিটার গ্যাসের সংযোগ হয়ে গেছে। আমরা আবেদন করেছি জাইকা-কে আমাদের এ ব্যাপারে সহযোগিতা করার জন্য।
Leave a Reply