ঢাকা, ২০ জুন ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): মহামারি করোনাভাইরাসে বিএনপি নেতাকর্মীদের আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে। ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদকসহ তৃণমূলের অনেক নেতাকর্মী করোনায় মারা গেছেন। এবার আক্রান্ত হলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, তিনি এখন বাসায় আছেন, ভালো আছেন।
করোনা থেকে মুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়ে আশফাক বলেছেন, অত্যন্ত দুঃখের বিষয় আমি কোভিড-১৯ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছি। আমার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বাংলাদেশে অবস্থিত ভাইবোন ও বাংলাদেশি নাগরিক পৃথিবীর যে যেই প্রান্তে আছেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ থাকার কারণে মোবাইল ব্যবহার করতে পারছি না, তাই কারও সাথে যোগাযোগ না করতে পারায় আন্তরিকভাবে দুঃখিত।
Leave a Reply