০৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ঈদযাত্রার শেষ মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। টাঙ্গাইলের পাকুল্লা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।
টাঙ্গাইল হাইওয়ে পুলিশ জানায়, সোমবার বিকেল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। মধ্যরাত থেকে যানবাহনের চাপ তীব্র আকার ধারণ করে। এতে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে শুরু হয় যানজট।
যানজটের মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। সকালে যানজট বেড়ে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের পাকুল্লা পর্যন্ত এসে দাঁড়ায়। তবে যানজট নিরসনে কাজ করছে টাঙ্গাইল জেলা ও হাইওয়ে পুলিশ। এদিকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকায় চরম বিপাকে পড়েছেন ঈদে ঘরমুখী যাত্রীরা।
Leave a Reply