হেলথ ডেস্ক, ১৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনা ভাইরাসের সংক্রমণে গতকাল শুক্রবার পর্যন্ত দেশে ১৮৩৮জন রোগী শনাক্ত হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ৭৫ জন। বাংলাদেশে আক্রান্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাক ঢাকার। ঢাকা মহানগরীতে ১০৮টি স্থানে ৭৪০ জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিন ও সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে এসব তথ্য পাওয়া যায়।
এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মিরপুর এলাকায়। এলাকাটিতে মোট আক্রান্ত্রের প্রায় ১১ শতাংশ রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মিরপুর এলাকা ৫০, ওয়ারী ২৭ , মোহাম্মদপুর ২৬, যাত্রাবাড়ী ২৫, লালবাগ ২১ , উত্তরা ২০ , টোলারবাগ ১৯ , ধানমন্ডি ১৮ ,বাসাবো ১৭ , মিটফোর্ড ১৭ , তেজগাঁও ১৬ ,হাজারীবাগ ১৫ ,বংশাল ১৫, গেন্ডারিয়া ১৪, গুলশান ১৩ , রাজারবাগ ১৩ , মহাখালী ১২ , বাবু বাজার ১১, মগবাজার ১১ , আজিমপুর ১১, গ্রিন রোড ১০ , চকবাজার ১০, সুত্রাপুর ৯ , বাড্ডা ৮ , বনানী ৮ , শান্তিনগর ৭, শাঁখারীবাজার ৭ , শাহবাগ ৬ , ইস্কাটন ৬ , চানখারপুল ৬, আদাবর ৫ , জিগাতলা ৫, বসুন্ধরা আবাসিক এলাকা , নাখালপাড়া ৫ , রমনা ৫, লক্ষ্মীবাজার , কোতয়ালী ৪, রামপুরা , মালিবাগ ৪ , কামরাঙ্গীরচর ৪ , শ্যামলী ৪ , নারিন্দা ৩ , সোয়ারীঘাট ৩ , বেইলী রোড ৩,কাজীপাড়া ৩ , হাতিরপুল ৩ , মুগদা ৩ , গুলিস্তান ৩ , সিদ্ধেশ্বরী ৩, জুরাইন ৩ , গোপীবাগ ৩ , ইসলামপুর ২ , পুরানা পল্টন ২ , শাহ আলীবাগ ২ , পীরেরবাগ ২ , আগারগাঁও ২ , কদমতলী ২ , জেলগেট ২ , সবুজবাগ ২ , ডেমরা ২, নবাবগঞ্জ ২, বসিলা ১, সেন্ট্রাল রোড ১ , বুয়েট এলাকা ১, উর্দু রোড ১, শাজাহানপুর ১ , নিকুঞ্জ ১, আশকোনা ১, দয়াগঞ্জ ১ , ধোলাইখাল ১ , শনির আখড়া ১ ,হাতিরঝিল ১ , মানিকদী ১ , বেড়িবাঁধ ১ , বেগুনবাড়ী ১ , ঢাকেশ্বরী ১ , সায়েদাবাদ ১, ফার্মগেট ১, নবাবপুর ১ , রায়ের বাজার ১ , আরমানিটোলা ১ , বানিয়ানগর ১ , খিলগাঁও ১, কুড়িল ১, মতিঝিল ১ , শান্তিবাগ ১ , শ্যামপুর ১ , ভাটারা ১, কল্যাণপুর ১, মাতুয়াইল ১ , রায়েরবাগ ১ , বেগমবাজার ১ , বকশীবাজার ১ , তেজতুরী বাজার ১ ,ফরিদাবাগ ১ ,কারওয়ান বাজার ১, কচুক্ষেত ১ , সায়েন্সল্যাব ১ , শেওড়াপাড়া ১ , শেখের টেক, ক্যান্টনমেন্ট ১ , গোড়ান ১, খিলক্ষেত ১ , কলতা বাজার , মালিটোলা ১, মোহনপুর ১, সদরঘাট ১ জন করোনায় আক্রান্ত হয়।
Leave a Reply