স্পোর্টস ডেস্ক, ৮ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বাজেভাবে বিশ্বকাপ মিশন শুরু করা পাকিস্তান শেষে টানা চার জয়ে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট নিয়েও সেমিফাইনালে যেতে পারলো না সরফরাজ বাহিনী। এবারের বিশ্বকাপে পাকিস্তানের পরফর্মেন্স নিয়ে কোনো আক্ষেপ নেই পাকিস্তান অধিনায়ক সরফরাজের। তিনি বলেন, ‘বিশ্বকাপে আমাদের পরফর্মেন্স নিয়ে দুঃখিত হওয়ার প্রয়োজন নেই। আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা নিজেদের উজার করে দিয়েছি। আমরা ২-৪ পয়েন্টে জন্য বাদ পরিনি। আমরা ১১ পয়েন্ট পেয়েছি।
তবে আমাদের মানতে হবে আমরা প্রথম ৫ ম্যাচে ভালো করতে পারিনি।’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজেভাবে হার দেখে পাকিস্তান। পরে আসরের হটফেভারিট ইংল্যান্ডেকে হারায় সরফরাজ বাহিনী। কিন্তু অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হেরে আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকে। পরে নিউজিল্যান্ড, দক্ষিন আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে টানা জয়ে দারুণভাবে ঘুরে দাড়ায় পাকিস্তান। হঠাৎই পাকিস্তানে এ পরিবর্তন নিয়ে সরফরাজ বলেন, ‘ভারতের বিপক্ষে হারের পর মিটিংয়ের ডাক দেই। সব খেলোয়াড়রা সেখানে ছিল। আমি আমার হৃদয় থেকে কথা বলি। আমাদের ভুলগুলো নিয়ে আলোচনা করি। এটা ভালো যে প্রত্যেক খেলোয়াড়রা আমার কথা সাড়া দিয়েছে। শেষ চার ম্যাচে আমরা ঘুড়ে দাঁড়াতে পেরেছি। কিন্তু আমাদের দুভাগ্যে আমরা সেমিফাইনালে যেতে পারিনি।’
দলে খারাপ সময় সবসময় পাশে ছিলেন পাকিস্তান কোচ মিকি আর্থার। তার প্রশংসা করে সরফরাজ বলেন, ‘আমাদের কোচ মিকি আর্থার ব্যাক্তিগতভাবে আমাদের সামলেছেন। ভারতের বিপক্ষে ম্যাচের হারের পর কঠিন সময়ে মধ্যে দিয়ে যাচ্ছিলো। তখন ম্যানেজমেন্টের সঙ্গে দারুণভাবে সবকিছু সামলেছেন। দল হিসেবেও আমরা ভালো পারফর্ম করেছি। দলের সিনিয়র, জুনিয়র সবাই ভালো খেলেছে। তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমি দলে সকল স্টাফদের ধন্যবাদ দিতে চাই, যারা আমাদের জন্য অনেক কষ্ঠ করেছে।’
Leave a Reply