ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শেষে এক বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি-জামায়াতকে স্বাধীনতাবিরোধী অপশক্তি আখ্যা দিয়ে দল দুটি দেশের মধ্যে কোনো ষড়যন্ত্র করলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে। আজ শনিবার দুপুর রাজধানীর রমনার গেট থেকে শুরু হয়ে ধানমণ্ডি ৩২ নম্বর গিয়ে শোভাযাত্রা শেষ হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ শোভাযাত্রাটির আয়োজন করে।
আব্দুর রাজ্জাক বলেন, ‘বিজয় শোভাযাত্রায় ঢাকা শহরজুড়ে আনন্দ-উল্লাস সৃষ্টি হয়েছে। এই মিছিলে প্রমাণ করে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতা থেকে সরানো যাবে না।’
১০ ডিসেম্বর নিয়ে বিএনপি সবই মিথ্যা বলেছিল মন্তব্য করে আওয়ামী লীগের সিভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘তারা (বিএনপি) সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই করতে পারে না।’
‘দেশের মানুষ মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে। পৃথিবীর কোনো শক্তি নেই শেখ হাসিনা দেশ পরিচালনা থেকে সরাবে। আগামী নির্বাচনে জনগণ যদি ভোট দেয় তাহলে থাকবো না হলে থাকবো না।’
বিএনপি বহু ষড়যন্ত্র করছে উল্লেখ করেছে আওয়ামী লীগে নেতা বলেন, ‘দেশের মধ্যে থেকে বহু ষড়যন্ত্র করছেন বিএনপি তারপরে দেশের মধ্যে আছেন। কিন্তু এবার ষড়যন্ত্র করলে তারা আর থাকতে পারবে না। দেশের মধ্যে ষড়যন্ত্র করলে বিএনপির শেকড় উপড়ে ফেলা হবে।’
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান বলেন, ‘রক্ত দিয়ে ছিনিয়ে এনেছি আমাদের এই স্বাধীনতা। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করেছে বিএনপি কিন্তু পারেনি। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। তারা চাইলেও সেটি ধ্বংস করা যায় না।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ হলো এদেশের স্বাধীনতার পক্ষের শক্তি। দেশের মানুষ আমাদের সঙ্গে আছে। আমাদের কেউ লাল কার্ড দেখাতে পারে না। যারা লাল কার্ডের কথা বলেছিল তারাই লাল কার্ড পেয়ে চলে গেছে।’
আওয়ামী লীগের শোভাযাত্রায় অন্যদের মধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুরসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগ দেন।
Leave a Reply