ঢাকা, ১৭ জানুয়ারী ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, মহামারি করোনাভাইরাসে দেশে যত শনাক্ত হচ্ছে এর ৬৯ শতাংশই নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। আক্রান্তদের বেশির ভাগ রাজধানী ঢাকার।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ঢাকায় কিছু জরিপ করেছি। সেই জরিপে দেখা গেছে, ঢাকাতে করোনা শনাক্তের ৬৯ শতাংশই ওমিক্রন ধরন। সেটা আগে ১৩ শতাংশে ছিল। ১০ দিনের জরিপে এই তথ্য পাওয়া গেছে। জরিপটি শুধু ঢাকায় করা হয়েছে।’
জাহিদ মালেক বলেন, ‘আমার মনে হয়, ঢাকার বাইরেও একই হার হবে। করোনা শনাক্তের হার ১৮ শতাংশ হওয়ার পেছনে কারণই হচ্ছে এটা। হাসপাতালে ১০ শতাংশ হারে রোগী ভর্তি বাড়ছে।’
মন্ত্রী বলেন,‘ওমিক্রন দিনে দিনে ধাপে ধাপে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিষয়টি নিয়ে আমরা চিন্তিত ও আতঙ্কিত। আমরা চাই না এভাবে করোনা আবার বাড়ুক। গত ১৫ দিনের করোনা শনাক্তের হার ১৮ শতাংশে উঠে আসছে। গতবার ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত ২৯-৩০ শতাংশে উঠতে সময় লেগেছে এক মাস। এভার করোনা যেভাবে বাড়ছে তাতে ৩০ শতাংশ হতে বেশি দিন লাগবে না।’
ইতিমধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন ২০০ জনের ওপরে যাচ্ছে। এই হারে যদি করোনা সংক্রমণ বাড়ে, তাহলে এক দেড় মাসের মধ্যে হাসাপাতালে আর কোনো জায়গা থাকবে না। তখন চিকিৎসা দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে।’
Leave a Reply