ঢাকা, ১০ জানুয়ারী ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার সকাল ১০টা ১৭ মিনিটে শেরে বাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে প্রথম ধাপে আওয়ামী লীগের নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর আগে তিনি নিজেই শপথ নেন।
এরপর সোয়া ১১টার দিকে শপথ বাক্য পাঠ করেন স্বতন্ত্র প্রার্থীরা।
শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সচিবের দপ্তরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন।
সংশ্লিষ্টরা জানান, দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় অংশ নেবেন দলটির বিজয়ী প্রার্থীরা।
এর আগে বুধবার সকাল ৯টার পর থেকে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায় নবনির্বাচিত এসব জনপ্রতিনিধিদেরকে। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন তারা।
জাতীয় সংসদ ভবন ঘুরে দেখা যায়, সকাল ১০টায় শপথ নেওয়ার কথা থাকলেও সকাল ৮টার পর থেকেই সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে ভিড় করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই সঙ্গে তাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরাও এসে ভিড় করেন, যা সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
জানা গেছে, সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ আলোচনা করে তাদের নেতা নির্বাচিত করবে। এরপর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দল বসে তাদের নেতা নির্বাচিত করে সংসদের বিরোধীদলীয় নেতার স্বীকৃতির জন্য স্পিকারের কাছে লিখিতভাবে অনুরোধ জানাবে।
এর আগে মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন।
সংবিধানের বিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথ গ্রহণের পরই একজন সংসদ সদস্য কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবে।
Leave a Reply