হেলথ ডেস্ক, ২৯ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): নওগাঁয় নতুন করে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের শরীরে করোনা ভাইরাস (কভিড ১৯) পজেটিভ এসেছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এ নিয়ে নওগাঁয় একজন স্বাস্থ্যকর্মীসহ মোট ১৭ জনের করোনা সনাক্ত করা হয়েছে।
নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল জানান, কয়েকদিনে আগে ২২২ জনের নমুনা পরিক্ষার জন্য সংগ্রহ করা হয়। এগুলোর মধ্যে কিছু নমুনা রাজশাহী ও কিছু ঢাকায় পাঠানো হয়েছিলো। যার মধ্যে বিভিন্ন উপজেলায় ১৬ জন ব্যাক্তি করোনা সনাক্ত হয়েছে। উপজেলাগুলো হলো- সাপাহারে ৩ জন, রানীনগরে ৫ জন, মহাদেবপুরে ২ জন, মান্দায় ২ জন, পোরশায় ১ জন ও আত্রাইয়ে ৩ জন। এদের বেশিরভাগই ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত।
আক্রান্তরা প্রত্যেকেই বাড়িতে থেকেই চিকিৎসা সেবা নিবেন বলেও জানান সিভিল সার্জন। তবে সনাক্তের বিষয়ে সকলকে আতঙ্কিত না হয়ে বাড়িতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
Leave a Reply