আজাদ হোসেন-জেলা প্রতিনিধি (নরসিংদী),২১ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ ২১ ফেব্রুয়ারী রোজ শুক্রবার নরসিংদিতে বাস চাপায় ২ মটর আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে নরসিংদি জেলার বেলাবো থানার চারাবাগ নামক এলাকায় ঢাকা সিলেট মহা সড়কে।
ঘটনার বিববরনে জানা যায় আজ বিকাল ৫ টার দিকে একটি মটর সাইকেলে চরে বারৈচা থেকে বাড়ি যাবার পথে চারাবাগ নামক এলাকায় সিলেট গামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
Leave a Reply