হেলথ ডেস্ক, ০১ মে ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ৭৪ জনের নমুনার মধ্যে নতুন ৬ জন সহ করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত বেড়ে ১৭১ জন হয়। নতুন আক্রান্তদের মাঝে সদর উপজেলার মাধবদীতে একই পরিবারের ৩জন, নরসিংদী শহরের ব্রাহ্মন্দীতে একজনসহ ২জন এবং রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ১জন পূর্বেই করোনায় আক্রান্ত ছিল। পুনরায় তার রিপোর্ট পজেটিভ আসে। এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী সিভিল সার্জন ডাক্তার মোঃ ইব্রাহিম টিটন।
আক্রান্তদের মাঝে ৫১ জন সুস্থ হয়ে বাড়ীতে চলে যায়। মারা যায় ২ জন। একজন সদর উপজেলার মাধবদীর পাইকারচরে পুরানচর এলাকায় আমির হোসেন যিনি ঢাকার কুমির্টোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সে নিজেই করোনা উপসর্গ নিয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। অপরজন নরসিংদী শহরের বাগদী এলাকার আমজাদ হোসেন যিনি কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যায়। তার শ্বাসকষ্ট হলে নরসিংদী জেলা হাসপাতাল থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরণ করা হয়।
এ জেলায় ৬টি উপজেলার মধ্যে নরসিংদী সদর ৮৯,রায়পুরা ৩১, শিবপুর ১৭ ,মনোহরদী ৫,পলাশ ৭ ও বেলাব ২৩ জন আক্রান্ত হয় । এ পর্যন্ত এক হাজার নব্বই(১০৯০) জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে সর্বমোট ১৭১ জনের রিপোর্টে পজেটিভ আসে। আক্রান্ত ১১৯ জনকে নরসিংদী জেলা হাসপাতালে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রোগীদের বাড়ীতে স্থাপিত আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়।
এদিকে নরসিংদী জেলায় ২৩দিন চলছে লকডাউন। সাধারন মানুষ মানছে না সামাজিক দূরত্ব ও লকডউন। অবাধে প্রয়োজন ও অপ্রয়োজনে গুড়ে বেড়াচ্ছে সাধারন মানুষ। সড়ক মহা-সড়কে চলছে রিক্সা,অটো রিক্সা ও প্রাইভেট যান বাহন। নানা অজুহাতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবাদে সাধারন মানুষ রাস্তা চলে আসছে। এ কারনে নরসিংদীতে করোনাভাইরাসে আরো আক্রান্তের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, আক্রান্তদের মধ্যে ৪ চিকিৎসক, ১০ নার্স, ১২ জন সিভিল সার্জন অফিসের স্টাফ সহ স্বাস্থ্য বিভাগের ৪৮ জন, একজন সংবাদকর্মী, একজন ইঞ্জিনিয়ার, ১ জন পরিবার পরিকল্পনা অফিসার, জন প্রতিনিধি, পুলিশ ও নির্বাহী ম্যাজেস্ট্রেট ছিল।
Leave a Reply