বিনোদন ডেস্ক, ০২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদের শারীরিক অবস্থা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন তার দীর্ঘ দিনের সহচর অধ্যাপক রতন সিদ্দিকী।
রতন সিদ্দিকী জানান, ১৫ দিন ধরে তিনি হাসপাতালে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মমতাজউদদীন আহমদের ছেলে সেজান মাহমুদ তিতাস যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন।
সেজান মাহমুদ বলেন, এর আগে একাধিকবার লাইফ সাপোর্ট থেকে বাবা ফিরে এসেছিলেন। এবারও দেশবাসীর কাছে মমতাজউদদীন আহমদের জন্য দোয়া চান তিনি।
অধ্যাপক মমতাজউদদীন আহমদ দেশের একজন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও ভাষাসৈনিক। ১৯৯৭ সালে নাট্যকার হিসেবে একুশে পদকে ভূষিত হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদের শারীরিক অবস্থা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন তার দীর্ঘ দিনের সহচর অধ্যাপক রতন সিদ্দিকী।
Leave a Reply