হেলথ ডেস্ক, ০২ মে ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন করে আরো চার ব্যক্তির শরীরে (কোভিড-১৯)-এ করোনাভাইরাস (পজিটিভ) শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের নমুনা সংগ্রহের পর আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে তাদের দেহে করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২জনে। আজ শনিবার বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: উত্তম কুমার দাশ গুপ্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী ২৭০ জনের নমুনা (ম্প্যাপল) সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরো জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে নতুন করে আরো দুই ব্যক্তি সুস্থ হয়েছেন। এনিয়ে সুস্থ হলেন পাঁচজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।
Leave a Reply