০৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই নারী সহ তিনজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন যাত্রী। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার তেতলাবো এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব থানাধীন শুম্বপুর এলাকার আমিন মিয়ার স্ত্রী রিনা বেগম(৩২), একই জেলার বাজিতপুর থানাধীন পিরোজপুর এলাকার মিজান মিয়ার স্ত্রী আছমা বেগম(৩৪) ও লেগুনার চালক (অজ্ঞাতনামা)
প্রত্যক্ষদর্শীরা এবং কাঁচপুর হাইওয়ে থানার এসআই আব্দুস সামাদ জানান, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে যাত্রীবাহী লেগুনা রিজার্ভ যাত্রী নিয়ে ভৈরব যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তেতলাবো এলাকায় পৌঁছালে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
আহতদের স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার সহ দুর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায় নি। তবে এ ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Leave a Reply