হেলথ ডেস্ক, ২১ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে ৮নং ওয়ার্ডের দক্ষিন কদমতলী এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রমিজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছে। মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার রাতে তাকে এই হাসপাতাল ভর্তি করা হয়।
৩০ শয্যা বিশিষ্ট করোনা চিকিৎসা কেন্দ্র সাজেদা হাসপাতালের ম্যানেজার মো. ওবায়দুল্লাহ বলেন, সোমবার রমিজ উদ্দিনকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ভালো ছিল না। আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রমিজ উদ্দিনের স্বজনরা জানান, ১৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। ১৯ এপ্রিল তার শরীরে করোনা পজেটিভ আসে। কিন্তু আমরা ২০ এপ্রিল জানতে পারি। পরে ওইদিনই রাতে তাকে সাজেদা হাসপাতালে ভর্তি করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো: রুবেল হাওলাদার জানান, রমিজ উদ্দিনের করোনা পরীক্ষার রিপোট পজেটিভ আসার পর সোমবার রাতে তার স্বজনরা তাকে হাসপাতাল ভর্তি করে এবং মঙ্গলবার সকালে সে মারা যায়।
Leave a Reply