ঢাকা, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার বিকালে মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিজের গানম্যানের গুলিতের একজন নিহত হওয়ার ঘটনায় আইন অনুযায়ী বিচার হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। সংঘটিত হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়, এজন্য আইন অনুযায়ী বিচার হবে।
গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোর কুমারের গুলিতে শহীদ (৩০) নামে এক যুবক নিহত এবং তার সঙ্গে থাকা বন্ধু মঈন উদ্দিন (৩২) আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহীদ কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে।
ইতিমধ্যে মন্ত্রীর গানম্যানকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রী বলেন, ‘গানম্যান কিশোর কুমারের সংঘটিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়।’
মন্ত্রী এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে গানম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘গানম্যান কিশোর গত তিন দিন যাবত ডিউটিতে ছিল না। সরকারি অস্ত্র জমা না দিয়ে অপরাধ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেউই আইনের ঊর্ধ্বে নয়। তার অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে।’
ইতিমধ্যে জনগণের সহায়তায় পুলিশ গানম্যান কিশোরকে অস্ত্রসহ গ্রেপ্তার করায় মন্ত্রী পুলিশ বাহিনী এবং স্থানীয় জনগণকে ধন্যবাদ জানান।
মন্ত্রী হত্যাকাণ্ডের শিকার মো. শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply