ঢাকা, ২৬ জুলাই ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট):রাজধানী নিউমার্কেট এলাকায় তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে মো. সামছুল হক (৫৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি তাবলিগের একাংশের আমির মাওলানা সাদ কান্দালভির অনুসারী বলে জানা গেছে।
আজ বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বাবুপুরা নীলক্ষেত জিলানী মার্কেটের পাঞ্জেগানা মসজিদে এই ঘটনাটি ঘটে। মো. সামছুল হককে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে সাতটার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মো. ইসমাইল হোসেন বলেন, নিহত শামসুল হক তাবলিগ জামাতের সাদপন্থী ছিলেন। আজ বিকালে তাবলিগ জামাতের জোবায়েরপন্থী আনোয়ারের সঙ্গে কথা কাটাকাটি হয় মসজিদের মোয়াজ্জিন গোলাম সাব্বির এরশাদের। একপর্যায়ে জোবায়েরপন্থী আনোয়ার তাকে কিলঘুষি দিলে শামসুল হক বাধা দিতে যান। পরে তাকেও কিল ঘুষি মারা হয়। এসময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply